ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Ramgarh
ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি
ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি |নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

রামগড় উপজেলা সদরে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক সংগঠন, পেশাজীবী ও ছাত্রসমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগড় উপজেলা সভাপতি আবদুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: নুর হোসেন, খেলাফত মজলিস রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলার সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রামগড় উপজেলা প্রধান সমন্বয়কারী মো: হারুনুর রশিদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর রামগড় উপজেলা সেক্রেটারি মো: আনোয়ার হোসেন।

বিক্ষোভকারীরা বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস ও অমানবিক, যা সমাজে ভীতি ও অস্থিরতা ছড়িয়ে দিয়েছে। তারা দাবি করেন, ঘটনার সাথে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এমন হত্যাকাণ্ড ভবিষ্যতেও ঘটতে থাকবে।’

বক্তারা আরো বলেন, ‘ওসমান হাদি ছিলেন একজন প্রতিবাদী ও সচেতন কণ্ঠস্বর, যিনি নিপীড়িত মানুষের অধিকার নিয়ে সবসময় সোচ্চার ছিলেন। তার হত্যার মধ্য দিয়ে সত্য ও ন্যায়ের কণ্ঠ রোধের অপচেষ্টা চালানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।