আলতাফ হোসেন চৌধুরী

বর্তমান সরকার আমাদের প্রতিপক্ষ নয়, তাদের সহযোগিতা করাই মঙ্গলজনক

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায়।’

‎গোলাম কিবরিয়া, ‎পটুয়াখালী

Location :

Patuakhali
বক্তব্য রাখছেন আলতাফ হোসেন চৌধুরী
বক্তব্য রাখছেন আলতাফ হোসেন চৌধুরী |নয়া দিগন্ত

সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘বর্তমান সরকার আমাদের প্রতিপক্ষ নয়, তাদের সহযোগিতা করাই মঙ্গলজনক।’

শনিবার (২২ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়াা নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায়। যেহেতু ওনারা আমাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নন, তাই ওনাদের সাথে মিলেমিশে সহযোগিতা করাই আমাদের জন্য মঙ্গলজনক হবে।’

পাশাপাশি তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো: মজিবর রহমানের সভাপতিত্বে এবং পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও দুমকী উপজেলা বিএনপির সদস্য মো: আনোয়ার হোসেন ফরাজী ও দুমকী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: সুমন শরীফের যৌথভাবে সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না) ও পটুয়াখালী জেলার সাবেক ছাত্রদল নেতা তৌফিক আলী খান কবির।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন দুমকী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো: মতিউর রহমান দিপু ও পটুয়াখালী জেলা ও দুমকী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।