নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন আরিফুর রহমান সৈকত ও সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন আবদুর রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) মাইজদী শহরের একটি মিলনায়তনে আয়োজিত জরুরি সদস্য সমাবেশে নোবিপ্রবি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন আরিফুর রহমান সৈকত। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী এবং পরিসংখ্যান বিভাগের ছাত্র। একই সমাবেশে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি মনোনীত হন আবদুর রহমান। তিনি ১৫তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।
সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।



