সিলেটের জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলার হেমু করিচর ব্রিজ এলাকা ও হরিপুর ৭ নম্বর গ্যাস কূপ সংলগ্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ ফতুল্লা এলাকার নূরুল হক নুরার ছেলে জিহান আহমদ (২০) ও ৭ নং কূপে কর্মরত আনসার সদস্য মোস্তফা মিয়া (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে জাফলং যাচ্ছিল এশিয়া ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাস। হেমু করিচর ব্রিজ এলাকায় আসার পর সীমান্ত থেকে আসা চোরাই পণ্যবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা এশিয়া ট্রান্সপোর্টের বাসে এসে ধাক্কা দেয়। বাসচালক যাত্রীদের বাঁচাতে মহাসড়কের পাশে খাদে না ফেলে একটি গাছের সাথে ধাক্কা দেন। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের হেলপার নিহত ও আহত হন অন্তত ২৫ যাত্রী। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে, হরিপুর ৭ নম্বর গ্যাস কূপ সংলগ্ন এলাকায় দুপুর ১২ টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশের চা দোকানে ঢুকে যায়। এতে গ্যাস ফিল্ডের এক আনসার সদস্য নিহত হন। গুরুতর আহত ২ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট তামাবিল হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।



