ফেনী ইউনিভার্সিটিতে আয়োজিত এক সেমিনারে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো: মশিউল হক বলেছেন, ‘যে কাজ করতে একমাস লাগবে সেটি এক মিনিটে করতে পারে এআই। তবে সিদ্ধান্ত নিতে হবে ইঞ্জিনিয়ারকে। ডাটা, পিকচার মেশিনে দিলে ভালো হবে, অথবা খারাপ হবে। সব মডেল ব্যবহার করে ভালোটা খুঁজে নিতে হবে। তাহলে মানুষের চেয়ে ভালো করার সুযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘মেশিন লার্নিং শেখা থাকলে জীবন সহজ হয়। পড়াশোনার বিকল্প নেই। সফল হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। শিল্প-সাহিত্য, রাজনীতিতে মেশিন লার্নিং-এর ব্যবহার হয়। বড় বড় কোম্পানির সফল হবার বড় লক্ষন মেশিন লার্নিং। এআইকে লক্ষ্য অনুযায়ী যেভাবে করতে চায় সেভাবে করে দিবে।’
শুক্রবার (৩০ মে) ফেনী ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে আর্টিফিশিয়াল ইনটিলিজেন্স অ্যান্ড মেকানিকাল লার্নিংবিষয়ক সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিশ্বের উন্নত দেশে এআই-এর মাধ্যমে রোবট পরিচালনা করা হয়। বাংলাদেশে এআই-এর যথায়থ ব্যবহার হলে উন্নত হওয়া সময়ের ব্যাপার বলে উল্লেখ করেন প্রফেসর মশিউল হক।’
সিএসই বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আফসার উদ্দিনের সভাপতিত্বে অতিথি ছিলেন ডিন সোহরাব হোসেন, সিভিল বিভাগের চেয়ারম্যান মো: আলী আকবর, গনিত বিভাগের চেয়ারম্যান মাসুদা আক্তার, সহযোগী অধ্যাপক নুরুন নাহার।
এছাড়া সিএসই বিভাগের প্রভাষক মুনতাসির করিম চৌধুরী, সাজ্জাদ হোসাইন মজুমদার, কাজী নাজমুল হাসান, সাবা সিদ্দিকা, কৌশিক চৌধুরী, মো: ফয়জুল আবেদীন শিবলি, এনামুল হক, শাহরিয়া জামান আবিদ, ফারিয়া সু্লতানা বিনতে রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সেমিনারে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।