লালমনিরহাটের পাটগ্রামে পিকআপ ভ্যানের চাপায় মেরাজ (১৯) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে। শুক্রবার (২০ জুন) উপজেলার বাউরা বাজারের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এ সময় তার সাথে থাকা অনিক নামে আরেক বন্ধু গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা দুই বন্ধু জুমার নামাজ পড়তে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেরাজ পাটগ্রাম পৌর সভার মির্জারকোট এলাকার আলিউল ইসলামের বড় ছেলে। সে লালমনিরহাট সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ও মির্জার কোট ৯ নম্বর ওয়ার্ডের ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, মেরাজ ও অনিক দুই বন্ধু একসাথে বড়খাতা ভাঙ্গা মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য মোটরসাইকেলে যাচ্ছিল। এ সময় লালমনিরহাট বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের বাউরা বাজারের রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় মেরাজের। গুরুতর আহত হয় অনিক।
পাটগ্রাম মডেল মসজিদের খতিব মাওলানা আনিসুল ইসলাম বলেন, মেরাজ অত্যন্ত ভদ্র, নম্র ও অমায়িক ছেলে। সে নিয়মিত নামাজে আসতো।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানা ও ছাত্রশিবিরের পাটগ্রাম উপজেলা সভাপতি আলমগীর খোরশেদ।