বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শাখার ২ নম্বর ওয়ার্ড অফিসের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ২ নম্বর ওয়ার্ডের আমির শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো: আব্দুল বাতেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পৌর আমির মাওলানা আব্দুল হালিম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমির মোখলেসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি খোরশেদুল ইসলাম খোকন, পৌর সেক্রেটারি সাইফুর রহমান বাশার ও পৌর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ মকবুল হোসেন।
এছাড়া শেখ আলমগীর, মাওলানা আব্দুল বাতেন, নুরুল ইসলাম মাস্টার, শেখ ইব্রাহিম, শেখ মোশাররফসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বাতেন বলেন, ‘এদেশের জনগণ আর প্রতারণার নির্বাচন মেনে নেবে না। জুলাইয়ে ঘোষিত সনদের রূপরেখা বাস্তবায়ন ছাড়া জনগণ কোনো নির্বাচনকে বৈধ মনে করবে না। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘দেশের মানুষ পরিবর্তনের জন্য তৈরি। তারা চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। এই জনগণ দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।’
পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরো বলেন, ‘পিআর পদ্ধতিই একমাত্র উপায় যাতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয়। একটি দল জনগণকে বিভ্রান্ত করতে পিআর পদ্ধতি নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, কিন্তু জনগণ এখন সচেতন। তারা বুঝে গেছে কারা তাদের অধিকার কেড়ে নিয়েছে, আর কারা ফেরাতে চায়।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সবসময় গণমানুষের অধিকার ও ইসলামভিত্তিক, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জনগণের পাশে থেকে তারা উন্নয়ন, সততা ও ন্যায়বিচারের রাজনীতি করতে চায়।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন।



