আন্দোলনরত সহকারী শিক্ষকদের একটি স্কুলের গেটে দেয়া তালা ভেঙে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করলেন কলাপাড়ার ইউএনও কাউছার হামিদ।
বৃহস্পতিবার সকালে কলাপাড়া পৌরসভার মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেটের তালা ভেঙে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া শুরু করেন তিনি। এ সময় শিক্ষার্থীসহ অসংখ্য অভিভাবক ও দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
গত তিন দিন সহকারী শিক্ষকদের কর্মবিরতি চললেও প্রধান শিক্ষকরা পরীক্ষা চালিয়ে আসছিলেন। কিন্তু বুধবার আন্দোলনরত শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ঝুলিয়ে দেন।
মঙ্গলসুখ স্কুলের মতো বাকিসব স্কুলেও বিশেষভাবে পরীক্ষা সম্পন্নের উদ্যোগ নেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ নিশ্চিত করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিদা বেগম জানান, তারা পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।



