গফরগাঁওয়ে ৩ ভিক্ষুক পরিবারকে অটোরিকশা উপহার

ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় তাদেরকে রিকশাগুলো উপহার দেয়া হয়

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে ৩ ভিক্ষুক পরিবারকে অটোরিকশা উপহার
গফরগাঁওয়ে ৩ ভিক্ষুক পরিবারকে অটোরিকশা উপহার |ছবি : নয়া দিগন্ত

‘আর নয় ভিক্ষা, কর্মই হোক দীক্ষা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে কর্মহীন অসহায় তিনটি ভিক্ষুক পরিবারকে একটি করে অটোরিকশা উপহার দেয়া হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় তাদেরকে রিকশাগুলো উপহার দেয়া হয়।

এ ছাড়াও সমাজকল্যাণ পরিষদ থেকে অনুদান চেক সংস্থার হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও এন. এম. আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা- কর্মচারী, রাজনৈতিক-সামাজিক ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এন. এম. আব্দুল্লাহ আল মামুন উপকারভোগীদের উদ্দেশে বলেন, এখন থেকে আপনারা আর ভিক্ষাবৃত্তি করবেন না। আপনাদের নতুন পেশায় নিয়োজিত করা হলো। তাই সবাইকে ভিক্ষাবৃত্তি ছেড়ে সততার সাথে স্ব স্ব কর্মের মধ্য দিয়ে নতুনভাবে জীবন যাপন করার আহ্বান জানাচ্ছি।