কুমিল্লা-২ (হোমনা-মেঘনা)সংসদীয় আসন বহাল রাখার দাবিতে ইসিকে স্মারকলিপি দিয়েছে গণঅধিকার পরিষদ, হোমনা ও মেঘনা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘সীমানা পুনর্নির্ধারণ’ কমিটির সভাপতি নির্বাচন কমিশনার মো: আনোয়ারুল ইসলামের কাছে এই স্মারকলিপি দেন গণঅধিকার পরিষদ মনোনীত কুমিল্লা-২(হোমনা- মেঘনা) প্রার্থী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রূপ মিয়া হোসাইন রাজ। একই দাবিতে আগারগাঁও কমিশনের অফিসের সামনে বিক্ষোভ করে গণঅধিকার পরিষদ, হোমনা-মেঘনা উপজেলার নেতাকর্মীরা।
নাজমুল হাসান নির্বাচন কমিশনার মো: আনোয়ারুল ইসলামকে কুমিল্লা-২ আসনে হোমনা ও মেঘনাকেই বহাল রাখার বিষয়ে যৌক্তিকতা তুলে ধরেন। এছাড়াও এই দুই উপজেলার মানুষের প্রত্যাশা পূর্বের বিষয়টিই যেন বহাল থাকে সেটি কমিশনারকে অবহিত করেন।
নির্বাচন কমিশনার এসময় আশ্বস্ত করেন জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে আমাদের সিদ্ধান্ত হবে।