বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদতা
ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. ইলিয়াস মোল্লার নেতৃত্বে প্রায় দেড় হাজার মোটরসাইকেল নিয়ে দিনব্যাপী ‘রাইড ফর জাস্টিস’ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আলফাডাঙ্গার গোপালপুর থেকে যাত্রা শুরু হয়ে বোয়ালমারী উপজেলার মধ্য দিয়ে মধুখালীর কামারখালীতে গিয়ে র্যালিটির সমাপ্তি হয়।
পথে আলফাডাঙ্গা বাজার, বোয়ালমারী বাজার, সাতৈর বাজার ও কামারখালি বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। যেখানে স্থানীয় মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।
আয়োজকদের দাবি, র্যালিতে দেড় হাজার মোটরসাইকেলসহ তিন হাজারেরও বেশি মানুষের সমাগম হয়।
পথসভায় বিশিষ্ট শিক্ষাবিদ ড. ইলিয়াস মোল্লা বলেন, ‘দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে প্রথমেই অর্থ পাচার বন্ধ করা প্রয়োজন। অর্থ পাচার প্রতিরোধ করা গেলে বাংলাদেশে উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থের কোনো ঘাটতি থাকবে না। বিগত সরকারের শাসনামলে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির কারণে দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। এসব অনিয়ম-অব্যবস্থাপনার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করাই তার রাজনৈতিক লক্ষ্য।‘
তিনি আরো বলেন, ‘ফরিদপুর ১ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুশাসনসমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও নিরাপদ জনপদ। তিনি নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির প্রভাব নির্মূল, স্বচ্ছ প্রশাসন গঠন, কর্মসংস্থান বৃদ্ধি ও শিক্ষাখাতের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।’
তার মতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও উন্নয়ন নিশ্চিত করতে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। র্যালিতে ব্যাপক জনসমাগমকে তিনি জনগণের আস্থা ও পরিবর্তনের সংকল্পের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেন।



