মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোবারক হোসাইন আকন্দ।
সম্প্রতি তিনি বলেছেন, ‘ন্যায় ও ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমরা বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাব, ইনশাআল্লাহ।’
আসন্ন সংসদ নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের এই প্রার্থী।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া ও মহল্লায় গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সকলের দোয়া ও ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।
নির্বাচনী এলাকার দুই উপজেলায় ইতোমধ্যে তিনি পাঁচটি মেডিক্যাল ক্যাম্প করেছেন। এর মধ্যে আশুগঞ্জে দু’টি এবং সরাইলে তিনটি ক্যাম্প করে অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন জামায়াতে ইসলামীর এই প্রার্থী। প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করেছেন এক ডজন হুইলচেয়ার।
মাওলানা মোবারক হোসাইন আকন্দ আশুগঞ্জ উপজেলার আন্দিদিল গ্রামের বাসিন্দা।
এ নির্বাচনী এলাকার মোট ১৯টি ইউনিয়নে (সরাইলে ৯টি, আশুগঞ্জে ৮টি ও বিজয়নগরে ২টি) ভোটার সংখ্যা চার লাখ ৯২ হাজার ৭৯৭ জন। তবে চূড়ান্ত তালিকা প্রকাশ পেলে ভোটার সংখ্যা কিছুটা বাড়তে পারে। সরাইল উপজেলায় মোট ভোটার দুই লাখ ৮৫ হাজার ১৭৬। আশুগঞ্জে মোট ভোটার এক লাখ ৫০ হাজার ৬৯৪ জন এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়নে ভোটার সংখ্যা ৫৬ হাজার ৯২৭ জন।
উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান জাবেদ বলেন, ‘এই আসনে আমাদের দলীয় প্রার্থী এমপি হতে পারলে সব ক্ষেত্রে ন্যায়নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ইতোমধ্যে নির্বাচনী এলাকার ৬০-৭০ ভাগ গ্রামে তার গণসংযোগ ও উঠান বৈঠক শেষ হয়েছে।’
এই আসনে এখনো দলীয় প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। তবে লড়াই করতে চান বিএনপির অর্ধ ডজন প্রার্থী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে কাজ করছেন অনেকেই। তাদের মধ্যে একজন হলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়া বিএনপি থেকে মনোনয়ন পেতে চান বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মো: শামীম, জেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো: আহসান উদ্দিন খান শিপন, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক এস এন তরুণ দে, ড্যাব নেতা ডা: নাজমুল হুদা বিপ্লব ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুজ্জামান লস্কর তপু প্রমুখ।
এছাড়া জাসদ (রব) থেকে অ্যাডভোকেট তৈমুর রেজা, মো: শাহজাদা ভূঁইয়া, জাতীয় নাগরিক পার্টি থেকে দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহাদী এলাকায় গণসংযোগ করছেন। এছাড়াও কমিউনিস্ট পার্টি থেকে দেবদাস সিংহ রায়, খেলাফতে মজলিসের মাওলানা মাইনুল ইসলাম খন্দকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা নেছার আহমেদ নির্বাচন করবেন বলে জানা গেছে। প্রার্থীরা ইতোমধ্যেই তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।



