গোবিন্দগঞ্জে জুলাই শহীদের নামে মিনি স্টেডিয়ামের উদ্বোধন

শনিবার (৯ আগস্ট) ভার্চুয়ালি এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

রাকিবুজ্জামান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

Location :

Gobindaganj
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনওসহ অতিথিরা
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনওসহ অতিথিরা |নয়া দিগন্ত

জুলাই আন্দোলনে শহীদ জুয়েল রানার নামে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) ভার্চুয়ালি এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তা প্রচার করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ডা: আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম, এনসিপি গোবিন্দগঞ্জ উপজেলার আহ্বায়ক জাহাঙ্গীর আলম ডাবলু, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম তুহিন, ইসলামী আন্দোলনের মাওলানা আকরাম হোসাইন এবং শহীদ জুয়েল রানার বাবা ও মা।

উল্লেখ্য, গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে জুয়েল রানা গত বছরের ৫ আগস্ট গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্যবিরোধী মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তার স্মৃতির প্রতি সম্মান রেখে বর্তমান সরকার গোবিন্দগঞ্জে মিনি স্টেডিয়ামের নামকরণ করে গোবিন্দগঞ্জ জুয়েল রানা মিনি স্টেডিয়াম।