মানিকগঞ্জে স্কুল থেকে বাড়ির ফেরার পথে ট্রাকচাপায় সৈয়দ মো: আদদ্বীন (৬) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরে শহরের খালপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আদদ্বীন মানিকগঞ্জের ঘিওর উপজেলার রামদিয়া নালীর রফিকুল ইসলামের ছেলে। সে শহরের কুইন্স স্কুলের প্রি-ওয়ান শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে কুইন্স স্কুলের ক্লাশ শেষে শিক্ষার্থী আদদ্বীন ও তার মা সীমা আক্তার একটি রিকশায় করে বাসায় যাওয়ার পথে খন্দকার দেলোয়ার হোসেন কলেজের সামনে একটি ট্রাক রিকশাকে সজোরে ধাক্কা দিলে আদদ্বীন ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়।
আদদ্বীনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা হলেও চালক রুবেল পলাতক আছে। এ ঘটনায় মামলা হয়েছে।’