খাগড়াছড়ির সীমান্তবর্তী দুর্গম লোগাং ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা পরিচালনা, আর্থিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করেছে সেনবাহিনী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে খাগড়াছড়ি সদর সেনা জোন।
পাশাপাশি খাগড়াছড়ি জেলা পরিষদ কর্তৃক পানছড়ি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে খেলার সামগ্রী প্রদান, নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পানছড়ি সাবজোন অধিনায়ক মেজর মো: জায়েদ-উর-রহমান অয়ন, জেলা পরিষদ সদস্য আব্দুল লতিফ, মাহাবুব আলম, জয়া ত্রিপুরা, নিটোল মনি চাকমা।
বিদ্যালয় মাঠে দিনব্যাপী দুর্গম পাহাড়ি এলাকা থেকে আগত দুস্থ সেবা প্রার্থীদের মেডিসিন, গাইনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি বিভাগে চিকিৎসা সেবা পরিচালনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এছাড়াও খাগড়াছড়ি জোন কর্তৃক ডাকসুর সদস্য হেমা চাকমার বাবা সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে খাগড়াছড়ি সদর জোনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং চেঙ্গী ইউনিয়নের বুদ্ধরাম পাড়ার অনুপম চাকমাকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় জেলা পরিষদের সহযোগিতায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ, সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন বিদ্যালয়ে খেলার সামগ্রী বিতরণ ও গৃহনির্মাণ সামগ্রী (টিন) বিতরণ করা হয়।
মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লোগাং ইউনিয়ন চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, পানছড়ি ইউনিয়ন চেয়ারম্যান উচিত মনি চাকমা, উল্টাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আবুল কাশেম প্রমুখ।



