নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে কাপড় ধুতে গিয়ে নিখোঁজ এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিংড়া পৌর শহরের নিংগইন-বালুভরা এলাকায় নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত মাবিয়া বেওয়া (৭৫) পৌর শহরের বালুভরা মহল্লার মরহুম খোদা বকসের স্ত্রী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘বাড়ির পাশের আত্রাই নদীতে কাপড় ধুতে গিয়ে ওই নারী নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’