গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর জাতীয় পার্টি ও যৌথবাহিনীর অতর্কিত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এতে সংহতি প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখার নেতারাও অংশ নেন।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টায় শহরের চেঙ্গি স্কয়ার থেকে মশাল হাতে মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে শাপলা চত্ত্বরে এসে সমাবেশ করা হয়। এ সময় মিছিলকারীরা ‘হাসিনা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’, ‘স্বৈরাচার দিল্লিতে, জাপা কেন এদেশে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এ সময় গণঅধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ জেলা নেতারা ও এনসিপির জেলা সংগঠক শাহ নেওয়াজ, শুবোধ চাকমা শুভ, রাহাত হোসেন বেলাল, রবিউল জিহাদ এবং শাহ সুলতান রাজু উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা প্রশাসনের বর্বরোচিত হামলা উল্লেখ করে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত নুরুল হক নুরের ভূমিকা সবচেয়ে বেশি। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির প্ররচনায় প্রশাসন নূরের উপর হামলা করে। এ সময় তারা অনতিবিলম্বে জাতীয় পার্টি নিষিদ্ধসহ হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।