চুয়াডাঙ্গা-২ আসনের জামায়তে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মো: রুহুল আমিন জীবননগরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান।
সভায় এমপি প্রার্থী রুহুল আমিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের উন্নয়ন অঙ্গীকার ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, জনগণের কল্যাণই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য। একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, স্থলবন্দর কার্যক্রম সম্প্রসারণ, এলাকার অবকাঠামো উন্নয়ন, যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করতে চাই।
তিনি স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে সমন্বিত উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক রিপন হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক সামসুল আলম,দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক শেখ আব্দুল আজিজ, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজ জোয়ার্দার।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এম আর বাবু, মোহাম্মদ আব্দুল্লাহ, নয়ন আহমেদ, আহমেদ সগীর, জাহিদুল ইসলাম কাজল, আল আমীন, ওমর ফারুক, মুতাসিন বিল্লাহ,রকি, এম আই আতিয়ার, তারেক,রমজান আলী, অনিক, সজীবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন।



