ঝালকাঠির কাঁঠালিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তালতলা বাজার সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে কালী মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নকিরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মকবুল হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: ফজলুল হক মৃধা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাছের রায়হান ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হালিম।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



