পোরশায় স্বাস্থ্য কমপ্লেক্সে নারীর মৃত্যু

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে তিনি মারা যান।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
পোরশা থানা
পোরশা থানা |নয়া দিগন্ত

নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক (৬০) বছর।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে তিনি মারা যান।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ওয়ার্ডবয় রেজাউল করিমের দেয়া সংবাদের ভিত্তিতে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঘাটনগর ইউনিয়নের চৌকিদার আব্দুর রহিম ওই নারীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন এবং ভর্তি করান।

এর আগে, বেশ কিছুদিন ধরে ওই নারী বাংধারা ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। স্থানীয়রা ও হাসপাতাল কর্তৃপক্ষ তার নাম-ঠিকানা জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে ছিলেন। চৌকিদার আব্দুর রহিম তার অবস্থা আশঙ্কাজনক দেখে অটোগাড়িতে করে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পোরশা থানা সূত্রে জানা গেছে, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।