টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে এনজিও কর্মকর্তার মৃত্যু

সকালে বাসার আইপিএস লাইনের থ্রি-পিন প্লাগ লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
নিহত শরীফুল ইসলাম
নিহত শরীফুল ইসলাম |নয়া দিগন্ত

টাঙ্গাইল শহরের বেড়াবুচনা বৌ বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে শরীফুল ইসলাম রাজা (৩১) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তার নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম ওই এলাকার কুয়েত প্রবাসী শান্তাহার আলীর ছেলে। তিনি টাঙ্গাইলের ‘সেতু’ এনজিওতে সহকারী আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্র মতে, সকাল ৯টার দিকে তিনি বাসার আইপিএস লাইনের থ্রি-পিন প্লাগ লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।