মেহেরপুরে ব্যবসায়ীদের ওপর হামলা, বোমা বিস্ফোরণ

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের শনাক্ত ও গ্রেফতার অভিযান শুরু হয়েছে।’

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Meherpur
ব্যবসায়ীদের উপর ডাকাত দলের হামলা
ব্যবসায়ীদের উপর ডাকাত দলের হামলা |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনীতে গরু ও সবজি ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়ে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এ সময় দু’টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের কয়েকজনকে মারধরও করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাংনী বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন কয়েকজন গরু ও সবজি ব্যবসায়ী। পথে পোড়াপাড়া-যুগিন্দা সড়কের নির্জন এলাকায় ডাকাত দল তাদের গতিরোধ করে। প্রথমে দু’টি বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে, পরে ব্যবসায়ীদের মারধর ও লুটপাট চালায়।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘ঘটনার তদন্ত চলছে। দোষীদের শনাক্ত ও গ্রেফতার অভিযান শুরু হয়েছে।’

উল্লেখ্য, গত কয়েকদিন আগে গাংনী থানার পাশের এলাকা ধানখোলা রোডে রাত ৯টার ডাকাতির ঘটনা ঘটে। এভাবে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।