কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার সুইজারল্যান্ড পয়েন্টে মাছ ধরতে গিয়ে দুই কিশোর সাগরে নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের আলো ফোটার পর ছয়জন কিশোর একসাথে জাল ফেলে মাছ ধরতে নামে। হঠাৎই জোয়ারের তীব্র স্রোত তাদেরকে বিপদে ফেলে। মুহূর্তেই ভেসে যায় দুই বন্ধু—হাবিবুল আবছার (১৬) ও মোহাম্মদ সাঈম (১৫)। তারা দুজনেই মনখালী এলাকার বাসিন্দা এবং মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী স্থানীয় আব্দুর রহমান বলেন, ‘মিনিট কয়েক আগেও ছেলেগুলো হাসতে হাসতে জাল ফেলছিল। হঠাৎ স্রোতে পড়ে দুইজনকে আর দেখা গেল না। আমরা চিৎকার করলেও স্রোত এতটাই প্রবল ছিল যে কিছু করার সুযোগই মেলেনি।’
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, ‘স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। ইতোমধ্যে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। জোয়ার-ভাটার সময়কে কাজে লাগিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’
এদিকে, নিখোঁজ কিশোরদের বাড়িতে চলছে আহাজারি। ভোর থেকে সৈকতের ধারে ভিড় করেছেন স্বজনরা। মা-বাবার বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
স্থানীয়রা দ্রুত উদ্ধার কার্যক্রম আরো জোরদার করার দাবি জানিয়েছেন। তবে সাগরের উত্তাল ঢেউ আর তীব্র স্রোত উদ্ধার কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।