পঞ্চগড়ের দেবীগঞ্জে ময়নামতির চর রক্ষার্থে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে আটটি মাহেন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ সময় বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (২ জুন) দেবীগঞ্জ উপজেলা সদরের ময়নামতির চর এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, উপজেলা প্রশাসন বার বার বালু উত্তোলন করতে নিষেধ করলেও প্রশাসনের নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ী দেবীগঞ্জ মৌজার ময়নামতি চর এলাকায় এক শ্রেণির বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেবীগঞ্জের করতোয়া নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করতো। যার কারণে ময়নামতির চর নদীর গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও সেনাবাহিনীর দেবীগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন জানান, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী বালুর পয়েন্ট বন্ধ করার জন্য উপর মহলে চিঠি পাঠাবেন। ইজারাদার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা করেন ও আটটি মহেন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়। এ সময় যৌথ বাহিনীর সদস্য, প্রশাসন কর্মকর্তারা ও দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ‘আমরা খবর পেয়ে ময়নামতি চর এলাকায় নকশার বাইরে অবৈধভাবে এক শ্রেণির লোক বালু উত্তোলন করছে। পরে আমরা এসে বালু উত্তোলন বন্ধ করি। এ সময় বালু উত্তোলন করার কাজে ব্যবহার করা আটটি মহেন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়। একইসাথে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, ‘উপজেলা প্রশাসন বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এ সময় আটটি মহেন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়। এখনো মামলার কাগজ ও মহেন্দ্র ট্রাক্টর থানায় জমা দেয়া হয়নি।’