জুলাই গণঅভ্যুত্থান

শহীদ জাকারিয়ার কবর জিয়ারত করলো উপজেলা প্রশাসন

শ্রদ্ধা বিবেদন, কবর জিয়ারত এবং স্বজনদের সাথে কথা বলার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন দেওপাড়া এলাকায় কবরস্থানে যান।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

Location :

Gazipur
শহীদ জাকারিয়ার কবর জিয়ারত করছে উপজেলা প্রশাসন
শহীদ জাকারিয়ার কবর জিয়ারত করছে উপজেলা প্রশাসন |নয়া দিগন্ত

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাকারিয়া হাসানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। জাকারিয়া হাসান ১৮ জুলাই পুলিশের গুলিতে ঢাকায় শহীদ হন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার পৌর এলাকার দেওপাড়া গ্রামে কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি শহীদ জাকারিয়ার স্বজনের সাথে কথা বলেন এবং পরিবারের খোঁজ-খবর নেন।
জানা গেছে, শ্রদ্ধা বিবেদন, কবর জিয়ারত এবং স্বজনদের সাথে কথা বলার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন দেওপাড়া এলাকায় কবরস্থানে যান।

তনিমা আফ্রাদ বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মৎস কর্মকর্তা সুলতানা রাজিয়া, তথ্য আপা সুহা তামান্না, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দফতর প্রধানরা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, পৌর জামায়াতের আমির মাওলানা আমিমুল এহসান, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, জুলাই যুদ্ধে অংশগ্রহনকারী শিক্ষার্থী ও গণমাধ্যকর্মীসহ প্রমুখ।

শহীদ জাকারিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে জুলাই যুদ্ধে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কালীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমীন গাজীপুরী।