গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দুই দিনব্যাপী "রিজেনারেটিভ এগ্রিকালচার ফর ফুড সিকিউরিটি" শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের মহাসমারোহে সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের কার্যক্রমের মধ্য দিয়ে এই সম্মেলনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।
সমাপনী দিনের কার্যক্রম শুরু হয় "কৃষিকে টেকসই ও জীবন্ত রাখার জন্য বিজ্ঞান, নতুন চিন্তা ও বাস্তব প্রয়োগ" শীর্ষক একটি আকর্ষণীয় সেশনের মাধ্যমে। এতে দেশের শীর্ষস্থানীয় গবেষক, নীতি–নির্ধারক এবং আন্তর্জাতিক অতিথিদের সক্রিয় অংশগ্রহণে বিজ্ঞান, উদ্ভাবন ও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার এক অনন্য সমন্বয় সৃষ্টি হয়।
সম্মেলনের চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের অ্যাগ্রোস্কোপের প্রধান ড. স্টিফেন ম্যান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং পাকিস্তানের ইসলামিয়া ইউনিভার্সিটি অব ভাওয়ালপুরের প্রফেসর ড. ওয়াজিদ নাসিম যাতই।
এছাড়াও অনুষ্ঠানে গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষকবৃন্দ এবং দেশ-বিদেশের নিবন্ধিত গবেষকরা উপস্থিত ছিলেন।
সমাপনী দিনে ১০টি থিমেটিক এরিয়ায় ১০টি করে উচ্চমানের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এসব গবেষণায় রিজেনারেটিভ কৃষি প্রযুক্তি, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল কৃষি ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। পরে অংশগ্রহণকারীদের জন্য ব্যতিক্রমধর্মী উন্মুক্ত পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়, যা গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখে।
সমাপনী অধিবেশনে সম্মেলনের সার্বিক কার্যক্রমের সংক্ষিপ্ত সারাংশ উপস্থাপন করেন সায়েন্টিফিক কমিটির কনভেনার প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। এরপর প্রধান অতিথি ওরাল, পোস্টার এবং ওরাল ফ্ল্যাশ ক্যাটাগরিতে নির্বাচিত গবেষকদের হাতে 'আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড' তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান চ্যালেঞ্জিং সময়ে রিজেনারেটিভ কৃষি ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম চালিকাশক্তি। তিনি গবেষক ও কৃষিবিদদের এই খাতে আরও উদ্যমী হয়ে কাজ করার আহ্বান জানান।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, "জলবায়ু পরিবর্তন, মাটির অবক্ষয় ও খাদ্য নিরাপত্তার বৈশ্বিক সংকট মোকাবিলায় রিজেনারেটিভ কৃষি একটি সময়োপযোগী ও কার্যকর পথনির্দেশনা।" তিনি আরও বলেন, এই আন্তর্জাতিক সম্মেলন গবেষক, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞান বিনিময়, নীতি সংলাপ এবং ভবিষ্যৎ সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে। সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশসমূহ বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অর্গানাইজিং কমিটির কনভেনার ও গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ সকল অতিথি, গবেষক, স্পনসর ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্মেলনের সফল সমাপ্তি ঘোষণা করেন।
এই আন্তর্জাতিক সম্মেলন নবীন গবেষণা, উদ্ভাবন, নীতি সংলাপ এবং ভবিষ্যৎ সহযোগিতার এক কার্যকর সমন্বয়ের মাধ্যমে রিজেনারেটিভ কৃষিকে এগিয়ে নেওয়ার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, যা বাংলাদেশের খাদ্য নিরাপত্তাকে আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।



