কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হিরামন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হিরামন ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, হিরামন কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। আজ (মঙ্গলবার) সকালে নিজের বসত ঘরে তার ব্যবহৃত একটি টর্চ লাইট চার্জে দিতে যান। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: নূর-এ-আলম খান জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।