শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
মাগুরার শ্রীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার খামারপাড়া আলিম মাদরাসায় অবস্থিত মডেল রিসোর্স সেন্টারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
মাগুরা সদরের ফিল্ড সুপারভাইজার মো: সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারপাড়া আলিম মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মো: আব্দুল গফফার।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. নজরুল ইসলাম, জোকা বাইতুন নূর জামে মসজিদের ইমাম মুফতি আবুল বাশার, রিসোর্স সেন্টারের মডেল কেয়ারটেকার আব্দুল খালেক, সাধারণ কেয়ারটেকার মো: জিয়াউর রহমান, মো: ওয়াহিদুল ইসলাম ও আব্দুল্লাহ।



