ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১০ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে এক হাজার মোটরসাইকেল ও ২৫-৩০টি মাইক্রোবাস নিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে জামায়াত নেতা। শোভাযাত্রা চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান নেতারা। একইসাথে জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন কর্মীরা।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেলের নেতৃত্বে উপজেলার পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।
পরে পৌর এলাকাসহ গফরগাঁও বাজার হয়ে বারবাড়িয়ার মাইজহাটি, রসুলপুরের বুলবুলের বাজার হয়ে শিবগঞ্জ বাজার এলাকা দিয়ে লংগাইরের মাইজবাড়ী বাজার আবার পাগলা বাজার হয়ে নিগুয়ারীর ত্রিমোহনী পর্যন্ত শোভাযাত্রা শেষ হয়।
কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান মাওলানা ইসমাইল হোসেন সোহেল।
তিনি বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নীতি, অবিচার ও স্বৈরাচার থেকে মুক্ত করতে হলে কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই। জনগণের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের রাজনীতি। আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনকে বিজয়ের পথে এগিয়ে নিতে চাই।’
তিনি বলেন, ‘আগামী দিনের ন্যায়ভিত্তিক ও ইনসাফমুখী সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। এ জন্য সবাইকে একত্রিত হয়ে ভবিষ্যতে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে দৃঢ় প্রতিজ্ঞা করার আহ্বান জানাই।’
ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা ও আগামীর ইসলামি রাষ্ট্র বিনির্মাণের জন্য সহযোগী হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে শোভাযাত্রায় প্রার্থীর সাথে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক এম এ আল মিনহাজ, জামায়াতে ইসলামী পাগলা থানা আমির মাওলানা এমদাদুল হক, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারি এখলাছুর রহমান, সাবেক পৌর জামায়াতের সভাপতি মাওলানা মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মোফাজ্জল আনসারী।
এছাড়া পাগলা থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুর রহমান হীরা, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তানভীর আহমেদ খলিল, গফরগাঁও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুজ্জামান ও পাগলা থানা ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলামসহ উপজেলা, পাগলা থানা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



