হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা)
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল।
শ্যামনগর চৌরাস্তা মোড় থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানেই এসে শেষ হয়।
অনুষ্ঠিত সমাবেশে ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমজীবী মানুষের অবদান ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়।’
বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আবদুর রহমান বলেন, ‘শ্রমিকরা যেন ন্যায্য মজুরি ও সম্মানজনক জীবনের অধিকার পায়, সেটাই এই দিবসের মূল বার্তা। আমরা চাই, শ্যামনগরের প্রতিটি শ্রমিক যেন নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে কাজ করতে পারে।’
উপদেষ্টা মাওলানা মঈনুদ্দিন মাহমুদ বলেন, ‘ইসলাম শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের ব্যাপারে অত্যন্ত স্পষ্ট। মালিক-শ্রমিক সম্পর্ক হবে পরস্পরের সহানুভূতির ভিত্তিতে। আমরা এই সম্পর্ককে শক্তিশালী করতে চাই।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার শ্রমিক প্রতিনিধি, শ্রমিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন। কর্মসূচি শেষে শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।