জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে পাড়ের মাটির চাপা পড়ে সুমন দাস (২২) নামে এক নৌকার মাঝি নিখোঁজ হয়েছে। এ ঘটনায় উদ্ধার অভিযানে এলেও তাকে না পেয়ে অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বুধবার (২১ মে) অভিযান চালিয়েও সুমন মাঝির কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হওয়া সমুন দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকার চর গ্রামের সুরেন চন্দ্র দাসের ছেলে বলে জানা গেছে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো: কামরুজ্জামান নয়া দিগন্তকে জানান, উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকার চর ফুটানি বাজার ঘাট হতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাটে যাত্রী বোঝাই করে নৌকা নিয়ে যাচ্ছিলেন সুমন মাঝি। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় অনেক স্রোত ছিল, তার ওপর পাড় ভাঙন ও বাতাস শুরু হওয়ায় পথে চিকাজানী ইউনিয়নের খানপাড়া গ্রামে নদীর পাড়ে নৌকাটি ভেড়ান। একপর্যায়ে মাঝি পাড়ে নেমে নৌকাটি সরাতে গেলে নৌকা সরে যায় তবে হঠাৎ পাড়ের মাটি চাপায় (কাছার) সুমন মাঝি যমুনায় তলিয়ে যায়। এলাকাবাসী দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস ও জামালপুর ফায়ার সার্ভিসে সংবাদ জানালে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার কামরুজ্জামান নয়া দিগন্তকে জানান, নিখোঁজ সুমনকে ঘটনাস্থলে পাওয়ার কোনো সম্ভাবনা না দেখে তারা উদ্ধার অভিযান স্থগিত করেছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান নয়া দিগন্তকে বলেন, যমুনা নদীতে পাড় ভেঙে সুমন দাস নামে এক নৌকার মাঝি নিখোঁজ হয়েছে। তাকে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।