সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে প্রেসক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সিনিয়র সদস্য এসএম সোহেল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।
এছাড়া সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর এবং যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।



