ইসলামী জোট রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের সামাজিক সকল সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফরিদপুর অঞ্চলের বরেণ্য আলেম আল্লামা শাহ আকরাম আলী।
সোমবার (২৬ জানুয়ারি) ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের আরব আলীর বাড়ির পাশে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা শাহ আকরাম আলী বলেন, ১১ দলীয় ইসলামী জোট যদি রাষ্ট্রক্ষমতায় যেতে পারে, তাহলে গরিব মানুষ তাদের অধিকার ফিরে পাবে। জনগণ ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারবে। রোগীরা সঠিক চিকিৎসাসেবা পাবে, শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাবে এবং কৃষকরা কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের অধিকাংশই লুটপাটের মাধ্যমে শেষ হয়ে যায়। কিন্তু ইসলামী জোট ক্ষমতায় এলে একটি পয়সাও লুটপাট হবে না—ইনশাল্লাহ। সরকার ঘোষিত বাজেটের প্রতিটি টাকাই যথাযথভাবে কাজে লাগানো হবে। কোনো ধরনের অপচয় বা দুর্নীতির সুযোগ থাকবে না।
আল্লামা শাহ আকরাম আলী বলেন, সরকারে যারা এমপি বা মন্ত্রী হবেন, তারা নির্ধারিত সম্মানীর মধ্যেই জীবনযাপন করবেন। সরকারি সম্পদ আত্মসাৎ করার চিন্তা কারো থাকবে না। হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাই নিজ নিজ ন্যায্য অধিকার ফিরে পাবে।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সালথা উপজেলা সভাপতি মাওলানা মুফতি মফিজুর রহমান, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি ওয়ালিউজ্জামান, খেলাফত মজলিসে সদ্য যোগদানকৃত নেতা মো: সিরাজ মোল্যা, লুৎফর মেম্বার এবং জাতীয় নাগরিক পার্টির সালথা উপজেলা আহ্বায়ক সজীব আল হোসাইন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে আল্লামা শাহ আকরাম আলী স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।



