রাজবাড়ীর কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন রতনদিয়া মালিয়াট যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১টার দিকে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তারসহ উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর অফিসার ও জমিদাতাসহ স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটির জনবল নিয়োগসহ শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী বছরের এপ্রিল থেকে প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান অস্থায়ীভাবে চলবে কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে।
এছাড়া ২০২৭ সাল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক নবম থেকে দ্বাদশ শ্রেণির ভর্তিসহ শিক্ষা কার্যক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিওসি ইমদাদুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার আহ্বান জানান। সেইসাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে তার বক্তব্য সমাপ্ত করেন।
এদিকে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন হওয়ায় খুশি জমিদাতাসহ স্থানীয় এলাকাবাসী।



