প্রথমবারের মতো রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এ উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনারের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ। এর মাধ্যমে রাসিকের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম শুরু হলো।
মনোনীত শিক্ষাথীদের শিক্ষাবৃত্তি হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ হাজার টাকা, কলেজ পর্যায়ে ৭ হাজার টাকা, হাইস্কুল পর্যায়ে ৫ হাজার টাকা এবং প্রাইমারি স্কুল পর্যায়ে ৩ হাজার টাকা দেয়া হয়। প্রতি তিন মাস পরপর এই এককালীন শিক্ষাবৃত্তি দেয়া হবে।
এককালীন শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. সামিউল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী খাতিজা খাতুন, রাজশাহী সরকারি মহিলা কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তমালিকা আক্তার মৌ, রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মহিমা খাতুন, রাজশাহী নিউ গভঃ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সালেহ উদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও রাসিকের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।



