ঝালকাঠির কাঠালিয়ায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সুধী সমাবেশ

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো গণভোট। গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Jhalokati
প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সুধী সমাবেশ
প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সুধী সমাবেশ

ঝালকাঠির কাঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে গণভোটের প্রচার ও ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো: মমিন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো: মমিন উদ্দিন বলেন, ‘গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো গণভোট। গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি ভোটারদের নির্ভয়ে ও সচেতনভাবে ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সত্তার। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা জামসেদ আজাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাপস কুমার তালুকদার, উপজেলা প্রকৌশলী মোস্তফা কামাল প্রমুখ।

এ সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।