জামালপুরের সরিষাবাড়ীতে হাত-পা বাঁধা অবস্থায় রাসেল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আরাম নগর বাজারের পরিত্যক্ত পৌর মার্কেট চা-স্টল থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাসেল আরাম নগর বাজার জোলা পট্টি এলাকার অহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দিবাগত রাতে রাসেলকে খুন করে হাত-পা বাঁধা অবস্থায় পৌর মার্কেটের একটি পরিত্যক্ত ঘরে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা ফাঁসিতে লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল আসে এবং তার লাশ উদ্ধার করে।
রাসেলের বাবা অহিদুল জানান, ‘আমার ছেলে রাসেল মিয়া আমার সাথে সারাদিন চা-স্টলে কাজ করে। কে বা কারা রাতের অন্ধকারে খুন করে হাত-পা বেঁধে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’
এ ঘটনায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: চাঁদ মিয়া নয়া দিগন্তকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আসামি শনাক্ত করে গ্রেফতারের চেষ্টায় পুলিশ মাঠে রয়েছে।



