সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অভিযান চালিয়ে ছয়টি ভারতীয় পাওয়ার জেল ও পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে র্যাব-৯।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কে এম শহীদুল ইসলাম সোহাগ।
এর আগে, শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে দক্ষিণ সুরমা থানার ৩০ নম্বর ওয়ার্ডের জৈনপুর শিববাড়ী রেললাইন সংলগ্ন এলাকা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরক নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৯-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা শিববাড়ী রেলওয়ে সংলগ্ন এলাকার একটি পুরাতন পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে ছয়টি ভারতীয় পাওয়ার জেল ও পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ভারতীয় পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যেই এসব বিস্ফোরক সেখানে রাখা হয়েছিল।
এএসপি শহীদুল ইসলাম সোহাগ জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অধ্যবধি র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৩৬টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, পাঁচটি ম্যাগজিন, ৬৩৩০ গ্রাম বিস্ফোরক, ৩৮টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা ও ৭৫টি এয়ারগান উদ্ধার করেছে।



