হাটহাজারীতে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত

আগামী নির্বাচন হবে দাঁড়িপাল্লার বিজয়ের

‘নির্যাতিত, নিপীড়িত, মজলুম ও বঞ্চিত জনতার মুক্তি আশা ও আকাঙ্খার দল এখন জামায়াতে ইসলামী। তাই আগামী নির্বাচন হবে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের নির্বাচন ইনশাল্লাহ।’

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
হাটহাজারীতে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত
হাটহাজারীতে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আয়োজিত চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনের নির্বাচনী সভা হাটহাজারী নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকাল ৩টার দিকে এ সভা শুরু হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তরজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য হাটহাজারী উপজেলা জামায়াতের সংগঠন ও নির্বাচন তত্বাবধায়ক জনাব রফিকুল ইসলাম।

উপজেলা জামায়াতের নির্বাচন কমিটির সচিব ও উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ও মিরসরাই উপজেলা জামায়াতের তত্বাবধায়ক অধ্যক্ষ নুর নবী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এবং হাটহাজারী উপজেলা আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মওলানা সাইফুদ্দিন চৌধুরী, মো: মিজানুর রহমান, তথ্য প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি আবুল বাশার, ওলামা বিভাগীয় সভাপতি মাওলানা মুছা আনছারী, হাটহাজারী পৌরসভা আমির মাস্টার মাহমুদুল করিম, ফরহাদাবাদ ইউনিয়ন আমির অধ্যাপক খোরশেদ আলম এনাম, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আমির মো: ওসমান, ধলই ইউনিয়ন সভাপতি মাওলানা রাকিব হোসাইন, মির্জাপুর ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আরিফুল হাসান, নাঙ্গলমোড়া ইউনিয়ন সভাপতি এনায়েত উল্লাহ চৌধুরী, গুমানমর্দ্দন ইউনিয়ন সভাপতি মো: আবু তৈয়ব, ছিপাতলী ইউনিয়ন সভাপতি মো: ইকবাল,মেখল ইউনিয়ন সভাপতি মো: জাফর ইকবাল, গড়দুয়ারা ইউনিয়ন সভাপতি মাওলানা হাবিবউল্লাহ ইদরিস, ফতেপুর ইউনিয়ন সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান তালিব, উত্তর মাদর্শা ইউনিয়ন সভাপতি মো: ইসহাক, চিকনদন্ডী ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট বরকত উল্লাহ কাইছার, শিকারপুর ইউনিয়ন সভাপতি মো: ওসমান গনি, প্রবাসী সংগঠক শফিকুল ইসলাম সহ ইউনিয়ন সেক্রেটারিরা।

নির্বাচনী সভায় বক্তারা বলেন, ‘নির্যাতিত, নিপীড়িত, মজলুম ও বঞ্চিত জনতার মুক্তি আশা ও আকাঙ্খার দল এখন জামায়াতে ইসলামী। তাই আগামী নির্বাচন হবে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের নির্বাচন ইনশাল্লাহ।’