পোরশায় যুবলীগ নেতা নাহিদ গ্রেফতার

মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha
নাহিদ উল ইসলাম।
নাহিদ উল ইসলাম। |নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় আওয়ামী যুবলীগ নেতা নাহিদ উল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ বুধবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। বিষ্ফোরক দ্রব্য আইনের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

নাহিদ উপজেলার নিতপুর মুন্সিপাড়ার মর্তুজা শেখের ছেলে এবং নিতপুর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারন সম্পাদক।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।