লালপুরে ট্রেনে কেটে নারীর হাত বিচ্ছিন্ন

লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
লালপুরে ট্রেনে কেটে নারীর হাত বিচ্ছিন্ন
লালপুরে ট্রেনে কেটে নারীর হাত বিচ্ছিন্ন |ছবি : নয়া দিগন্ত

নাটোরের লালপুরে ট্রেনে কেটে শাহানা বেগম নামে এক নারীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আজিমনগর রেলস্টেশনে এই দুর্ঘটনার শিকার হন ওই নারী।

তিনি লালপুর উপজেলার দাইড় পাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী।

জানা যায়, রাজশাহী থেকে ঈশ্বরদীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে গিয়ে তিনি বাম পা ও বাম হাতে মারাত্মক রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে লালপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: শফিকুল ইসলাম শামীম জানান, রোগীর জখম খুব মারাত্মক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রামেকে স্থানান্তর করা হয়েছে।