খুলনার ডুমুরিয়া বাজারের খান সুপার মার্কেটে টিনের চালের ওপর থেকে মহিতুর রহমান (৩৭) নামে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মহিতুর রহমান উপজেলার গোলনা গ্রামের আ: রহিম খানের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের মহিতুর রহমান খান মার্কেটে তার দোকানে চা বিক্রি করতেন। সকালে ব্যবসায়ীরা বন্ধ দোকানের টিনের চালের ওপর মহিতুরের লাশ ও পাশে পানীয় বোতল দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ পানীয় বোতলসহ লাশ উদ্ধার করে।
এলাকাবাসীর ধারণা, বিষাক্ত পানীয় পান করে মহিতের মৃত্যু হতে পারে। তবে লাশ টিনের চালের ওপর কীভাবে এলো তা নিয়ে এলাকাবাসীর কৌতুহলের শেষ নেই। মহিতুরের পরিবারের সদস্যদের দাবি ব্যবসায়ীক লেনদেনের কারণে সে খুন হতে পারে।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি।