চাটমোহরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিশুটি ওই এলাকার নাসির হোসেনের ছেলে।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

Location :

Chatmohar
ফাইল ছবি

পাবনার চাটমোহরে পানিতে ডুবে শিশু মোরসালিন হোসেনের (২১ মাস) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের কামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটি ওই এলাকার নাসির হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ির উঠোনে খেলা করছিল শিশু মোরসালিন। একপর্যায়ে শিশুটি সবার অজান্তে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে মোরসালিনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুরুল আলম।