হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খুন

তিনি উপজেলার ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং চৌধুরীহাটের মিন্টু টাওয়ারের মালিক ব্যবসায়ী মিন্টু দাসের ছেলে।

আবুল বাশার, হাটহাজারী (চট্টগ্রাম)

Location :

Chattogram
নিহত অপি দাস
নিহত অপি দাস |সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাটে ছুরিকাঘাতে অপি দাশ (২৫) নামের এক ছাত্রদল নেতা খুন হয়েছেন।

তিনি উপজেলার ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং চৌধুরীহাটের মিন্টু টাওয়ারের মালিক ব্যবসায়ী মিন্টু দাসের ছেলে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে একটি ফুলের দোকানের সামনে একজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানা গেছে।

এ হামলায় তামিম নামের আরেকজন গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভুঁইয়া জানান, কবির আহম্মদের ছেলে মো: আফসার উদ্দিনকে (১৮) সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।

তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।