ফেনীর সোনাগাজীতে চিকিৎসা সেবা বঞ্চিত জনগণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
আজ শুক্রবার সকাল ৯টায় সোনাগাজী ছাবের মডেল সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়।
এ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী ফেনী জেলা আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান।
উদ্বোধনী বক্তব্যে ডা. ফখরুদ্দিন মানিক বলেন, ‘সোনাগাজীর চিকিৎসা সেবা বঞ্চিত তৃণমূলের বৃহৎ জনগোষ্ঠীকে চিকিৎসা সেবার আওতায় আনতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের প্রস্তুতি রয়েছে বিকেল ৫টা পর্যন্ত। যারা সেবা নিতে আসবেন, কাউকে সেবা না দিয়ে ফেরত পাঠানো হবে না। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: মোস্তফা, পৌর জামায়াতের আমির মাওলানা কালিম উল্যাহ, সেক্রেটারি মহসিন পাটোয়ারী, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি জাবেদ হোসেন মামুন, চরছান্দিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মজিবুর রহমান, হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নাল আব্দীন এবং সাবেক ছাত্রশিবির নেতা আবু আহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান এ ফ্রি চিকিৎসা সেবায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ সকল শ্রেণির অসুস্থ মানুষকে সুশৃঙ্খলভাবে সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজক ডা. ফখরুদ্দিন মানিক।
 
 



