দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

‘মাদক ও অপরাধের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট-এখানে কোনো ছাড় নেই। থানায় এসে কেউ হয়রানির শিকার হবে না, এটা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।’

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার বলেছেন, ‘মাদক ও অপরাধের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট-এখানে কোনো ছাড় নেই। থানায় এসে কেউ হয়রানির শিকার হবে না, এটা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।’

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে থানা প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণ ও সাংবাদিক সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যেকোনো সময় তথ্য দিন- গোপনে, ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা মেসেজে। আমি চাই দোয়ারাবাজার হোক মাদকমুক্ত ও অপরাধমুক্ত থানা।’

সভায় উপস্থিত সাংবাদিকেরা নতুন ওসিকে বস্তুনিষ্ঠ তথ্য, সহযোগিতা ও সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন।

প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি বজলুর রহমান, মোহাম্মদ হাবিবুল্লাহ হেলালী,আলা উদ্দিন,সেক্রেটারি এম এ আব্দুল মোতালিব ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, শাহ মাশুক নাইম, কোষাধ্যক্ষ সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, দফতর সম্পাদক সুমন আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক ফারুক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক শানুর ওয়াদুদ সাগর তালুকদার, প্রকাশনা সম্পাদক আবু বক্কর, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, সদস্য ইসমাঈল হোসেন, শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।