৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সেমিফাইনালে উত্তরণ করেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়িয়া এ জি মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বরিশাল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের ম্যাচে বরিশাল বিভাগের প্রতিনিধি দলকে পরাজিত করে তারা এ সাফল্য অর্জন করে।
এর আগে, উপ-আঞ্চলিক পর্যায়ে কুষ্টিয়া জেলার প্রতিনিধি দলকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয় দলটি। এর ফলে খুলনা বিভাগের প্রতিনিধি হিসেবে আঞ্চলিক পর্যায়ে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করে তারা।
বিজয়ী দলের অধিনায়ক মারিয়া সুলতানা তোহী বলেন, ‘এ জয় আমাদের কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনার ফল। বিদ্যালয় ও এলাকার মানুষের সমর্থন আমাদের আরো ভালো খেলার প্রেরণা দিয়েছে। প্রত্যন্ত অঞ্চলের একটি সুবিধাবঞ্চিত বিদ্যালয় থেকে উঠে এসে এ সাফল্য অর্জন আমাদের জন্য গর্বের। সেমিফাইনালেও আমরা সেরাটা দেয়ার চেষ্টা করব।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজহারুল ইসলাম বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের এ সাফল্য পুরো বিদ্যালয় ও শ্যামনগরবাসীর জন্য গর্বের বিষয়। খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে আমরা সবসময় গুরুত্ব দিয়ে আসছি।’
তিনি বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের একটি সুবিধাবঞ্চিত বিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা নারী শিক্ষার অগ্রগতি, ঝরেপড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষাবান্ধব বিভিন্ন কার্যক্রম দীর্ঘদিন ধরে সফলভাবে বাস্তবায়ন করে আসছি। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমাদের বিদ্যালয় সর্বস্তরে যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।’
উল্লেখ্য, কাঁঠালবাড়িয়া এ জি মাধ্যমিক বিদ্যালয়ের বালক ও বালিকা উভয় দলই ক্রিকেট, ফুটবল ও ভলিবলে একাধিকবার উপজেলা ও জেলা পর্যায়ে রানার্সআপ ও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতায় তারা একাধিকবার উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এবং জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার সাফল্যও পেয়েছে।
আগামী সেমিফাইনাল ম্যাচটি ২৫ জানুয়ারী দিনাজপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটির এ সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় ক্রীড়া অনুরাগীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।



