কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

রোববার বিকেল ৪টার দিকে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
বক্তব্য রাখেন মনিরুল হাসান বাপ্পী
বক্তব্য রাখেন মনিরুল হাসান বাপ্পী |নয়া দিগন্ত

খুলনার কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো: মনিরুল হাসান বাপ্পী।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের আপামর জনসাধারণের শেষ আশ্রয়স্থল। তিনি পরিবারের চিন্তা না করে দেশের মানুষ জন্য কাজ করে গেছেন। তার অসুস্থতার খবর শুনে সাধারণ মানুষরা দিশেহারা হয়ে পড়েছেন। ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলেই তার জন্য দোয়া করছেন। ইনশাআল্লাহ, আল্লাহ এ দেশের মানুষের কল্যাণের জন্য বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করবেন।’

দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির অন্য নেতারা বক্তব্য রাখেন।