মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

একই আসনের স্বতন্ত্র প্রার্থী মীর সরাফত আলী সপু অভিযোগ করেন, শেখ মো: আব্দুল্লাহ তার হলফনামায় জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একটি মামলার তথ্য গোপন করেছেন। এ অভিযোগের ভিত্তিতে তিনি বিএনপি প্রার্থী আব্দুল্লাহর মনোনয়নের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ
মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ |সংগৃহীত

মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো: আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে তার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা রইল না।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে, একই আসনের স্বতন্ত্র প্রার্থী মীর সরাফত আলী সপু অভিযোগ করেন, শেখ মো: আব্দুল্লাহ তার হলফনামায় জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একটি মামলার তথ্য গোপন করেছেন। এ অভিযোগের ভিত্তিতে তিনি বিএনপি প্রার্থী আব্দুল্লাহর মনোনয়নের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।

তবে কমিশন উভয় পক্ষের বক্তব্য ও দাখিলকৃত নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগটি আমলে না নিয়ে মীর সরাফত আলী সপুর আপিল খারিজ করে দেয় এবং শেখ মো: আব্দুল্লাহর মনোনয়ন বহাল রাখে।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সন্তোষ জানান, কমিশনের রায়ে দলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উদ্দীপনা ফিরে এসেছে। এই রায়ের মধ্য দিয়ে শেখ মো: আব্দুল্লাহ এখন পূর্ণ উদ্যমে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, মুন্সিগঞ্জ-১ আসনে শেখ মো: আব্দুল্লাহ বিএনপির একজন শক্তিশালী ও পরিচিত প্রার্থী হিসেবে গণ্য হচ্ছেন। আপিল খারিজ হওয়ায় আসনটিতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরো জমে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।