সিলেটের গোলাপগঞ্জে শ্বশুরবাড়িতে মৃত্যুবরণ করেন বিয়ানীবাজার উপজেলার সন্তান নাজির উদ্দিন (২৫)। পরে লাশ নিজ বাড়িতে নেয়া হলে দাফনের জন্য গোসলের সময় লাশের শরীরে রহস্যজনক দাগ দেখে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন পরিবারের সদস্যরা।
রোববার (২৫ জানুয়ারি) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় পুলিশ।
নিহত যুবক নাজির উদ্দিন বিয়ানীবাজার উপজেলার উত্তর দুবাগ গ্রামের তোয়াজ আলীর ছেলে।
পুলিশ জানায়, বিয়ের পর থেকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের নোয়াই দক্ষিনবাগ চক গ্রামের শ্বশুড়বাড়িতে বসবাস করে আসছেন নাজির উদ্দিন। শনিবার (২৪ জানুয়ারি) তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রোববার স্ত্রীসহ শ্বশুর বাড়ির লোকজন তার লাশ গোলাপগঞ্জ থেকে তার নিজ বাড়িতে নিয়ে আসেন। দাফনের আগে গোসলের সময় তার শরীরে রহস্যজনক দাগের কারণে সন্দেহ হলে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, লাশ দেখে সন্দেহ হওয়ায় পরিবারের লোকজন আইনি ব্যবস্থার জন্য পুলিশের দ্বারস্থ হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে।



